For current posts, please click here
Past Events
June 5, 2020 was a very proud moment for us. We don’t work just for appreciation, however it gives us strength and energy when actually we get appreciated by organization like AIIPPHS.
Indigo Airlines-এর সহযোগিতায় স্বপ্নালোক দুঃস্থ শিশু-কিশোর-কিশোরী তথা তাদের পরিবারের হাতে ready to eat (rava upma, daal chawal, poha pulao, natural fruit juice, cookies) জাতীয় খাদ্য সামগ্রী তুলে দিল।
23 April ·
আমরা আরও একবার লকডাউন বাড়ার ফলে কলকাতার তেইশটি পরিবারকে (যারা আমাদের ছাত্র-ছাত্রী ) এবং পুরুলিয়ার ছাব্বিশটি পরিবারকে (এরাও আমাদের ছাত্র-ছাত্রী) কিছু দেবার চেষ্টা করেছি। পুরুলিয়ার ক্ষেত্রে যথারীতি ফোনে যোগাযোগ করে বিশ্বস্ত লোকের মাধ্যমে জিনিসপত্র কিনে (অবশ্যই ধারে; কারণ এখন ওখানে টাকা পৌঁছবার কোনো ব্যবস্থা নেই; পরে আমরা গিয়ে টাকা দিয়ে দেবো) বিলি করা হয়েছে। চাল, ডাল, আলু, সোয়াবিন, ডিম, দুধ, বিস্কুট–এগুলো দেবার ব্যবস্থা করা হয়েছে।
কাজটা সবাইকে জানাতে চাই কারণ, যাতে আরও বহু মানুষ এই কাজে অংশগ্রহণ করার অনুপ্রেরণা লাভ করেন। তাছাড়া, যাঁরা আমাদের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁদেরও সঠিক খবর জানানো আমাদের অভিপ্রায়। তবু, এর আগে যেহেতু এই কাজের ছবি একবার social media-র মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়েছে, তাই এইবারের সেবা কাজের ছবি আরও একবার তুলে ধরার প্রয়োজনীয়তা অনুভব করছি না।
27 March ·
কি করা যায় ভাবতে ভাবতে একটা উপায় মাথায় এলো। আগল ভাঙ্গতে হবে। আমাদের সবার ক্ষমতা সীমিত; কিন্তু সেটুকু দিয়েই আমরা নিজের নিজের মত করে কিছু একটা করতে পারি। সেই মতো গতকাল সন্ধ্যেবেলায় ফোনে যোগাযোগ করলাম পুরুলিয়ার পেঁচারা গ্রামের আমাদের সাংগঠনিক কাজে সাহায্যকারী ভদ্রলোকের সাথে। তাঁর মুখ থেকে খবর পেলাম, গ্রামে যে কয়েক ঘর রুইদাস, কালিন্দী, পরামানিক রয়েছেন, সেই ভূমিহীন পরিবারগুলি চূড়ান্ত অভাবে দিন কাটাচ্ছে। গ্রাম-মধ্যস্থ দোকানগুলি রাতের অন্ধকারে শহর থেকে কিছু জিনিস নিয়ে এসে …
27 March ·
করোনা ভাইরাস নিয়ে এই মুহূর্তে আমরা সবাই চিন্তিত। সবাই নিজেকে নিয়ে, নিজের পরিবার, নিজের আপনজনদের নিরাপত্তা নিয়ে ভাবছি। মনে অসুখের ভয়, সংসারে অর্থনৈতিক চাপ, কিছুটা খাদ্যাভাব– এসবই রয়েছে। আমিও এগুলো নিয়ে চিন্তিত এবং অন্য কারোর থেকে ব্যতিক্রম নই।
তবুও তারই মাঝে, মনটা খচ্ খচ্ করছে এই ভেবে যে, ১৯ শে মার্চ পুরুলিয়া থেকে ফেরার পর আবার ২৮ শে মার্চের টিকিট কেটেছিলাম। পুরুলিয়ার পেঁচারা গ্রামকেন্দ্রিক আমাদের স্বপ্নালোকের যে সেন্টারটি অবস্থিত সেখানে ২৯ তারিখ ডাল, সোয়াবিন, ছাতু,…
Swapnaloke is with Purbam Sarkhel.
4 March ·
At the leaving of winter season, we have organised a joyful Picnic for the deprived students of Swapnaloke’s Purulia centre(‘Ishwar Chandra Vidyasagar educational help project’ at Penchara village). They were very delighted to have their own set of new plate- bowl & enjoyed the picnic meal on it.
The Officer in- Charge of Kenda Police Station and Chief of Panchayet also attended the event with our invitation.
It’s a dream came true & joy for our students to have bat, ball, b…
Swapnaloke is with Jaba Sarder and 2 others.
A rare success of our beloved organisation Swapnaloke:::-
Subham Ghorui was the first batch ( 2009 i.e: 10 years ago) enrolled student of Swapnaloke’s Iswarchandra Vidyasagar Educational Help Project ( Slum children project).
He successfully completed his graduation this year. Among all students, he is the first to became graduate. He passed accountancy honours with second class(grade B) from Netaji Subhas Open University. We hope, many more children get interested & shall tr…
Swapnaloke is with Jaba Sarder and Subham Ghorui.
A rare success of our beloved organisation Swapnaloke:::-
Subham Ghorui was the first batch ( 2009 i.e: 10 years ago) enrolled student of Swapnaloke’s Iswarchandra Vidyasagar Educational Help Project ( Slum children project).
He successfully completed his graduation this year. Among all students, he is the first to became graduate. He passed accountancy honours with second class(grade B) from Netaji Subhas Open University. We hope, many more children get interested & shall tr…
Jeniya Talapatra to Swapnaloke
This content isn’t available at the moment
When this happens, it’s usually because the owner only shared it with a small group of people or changed who can see it, or it’s been deleted.
আমাদের সংগঠন ‘স্বপ্নালোক’ ২০১৮ সালের ডিসেম্বর মাসে তার দশ বছরের যাত্রা সম্পূর্ণ করতে চলেছে ।তার সাথে এই বছরে আমাদের পুজো পরিক্রমাও দশ বছর পূর্ণ করছে ।বিগত বছর গুলির মতোই এই বছরও কোনোরকম বিশেষ সাহায্য ছাড়াই আমরা পুজো পরিক্রমার আয়োজন করেছি ।প্রতিবছরের মতো এবছরও দুঃস্থ শিশু ও কিশোর -কিশোরীরা এই পুজো পরিক্রমায় অংশগ্রহণ করছে ।মহাসপ্তমীর সকাল থেকে তারা মেতে উঠবে আনন্দে খুশিতে। স্বপ্নালোক থেকে পাওয়া নতুন জামা কাপড়ে সেজে দুটি গাড়িতে চড়ে তারা বেড়িয়ে পড়বে উত্তর কলকাতার বেশ কয…
Swapnaloke is with Kabita Yadav and Arun Sarkar.
আমাদের ছেলেমেয়েদের আজ ভোরবেলাটা কাটল রাখীবন্ধন উৎসবের মাঝে | একদিন ওরাও তো ছিল বঞ্চিতর দলে, স্নেহ ভালবাসা আনন্দ থেকে শত হস্ত দূরে | তারপর ওরা পেয়েছিল আমাদের | স্নেহ আনন্দের সাথে সাথে ওরা পেয়েছে সুযোগ্য শিক্ষা | তাইতো আজ ভোরবেলাতে ওরা দল বেঁধে, নিজেদের উদ্যোগে বেড়িয়ে পড়েছিল কলকাতার পথে | অবহেলিত বঞ্চিত পথশিশুদের হাতে ওরা বেঁধে দিল ভালবাসার রাখী | বাদ গেলেন না এক সন্তানহারা প্রৌঢ়া-ও | সাথে ছিল পেনসিল, ইরেজার, বিস্কুট, লজেন্স, চিপস্ আর মুখমিষ্টির আয়োজন | ছোটো ছোটো মুখ গুলোতে হাসি খেলে যায়, আর ওদের মুখেও | আর আমাদের সবার মুখেও নয় কি? ওরা যে আমাদেরই সুযোগ্য উত্তরসূরি | আর আমাদের ছেলেমেয়েরা এই নতুন পাওয়া ভাইবোনদের কথা দিয়ে এসেছে যে, তাদের লেখাপড়া-নাচ-আঁকা শেখানোর দায়িত্ব এখন থেকে ওদের | আমার বন্ধুরা, আপনারা সবাই ওদের পাশে থাকুন | Like, Share ও Comment করে ওদের আরও উৎসাহ দিন |
কিছু দিন পেরিয়ে গেছে। কিছু খবর দেওয়া বাকি রয়ে গেছে। সেসব কথা আর খবর আমার মনের খুব কাছের; বলা ভাল, আমার হৃদয় ছোঁয়া কথা সেসব। দেরি হল সবাইকে জানাতে, তাই আমি ক্ষমাপ্রার্থী।
প্রথম কথাটি আমার প্রিয় রাণুদিকে নিয়ে। সবাইকে জানিয়েছিলাম, অকৃত্রিম স্নেহ যাঁর থেকে আমি, আমাদের সংগঠন স্বপ্নালোকের সদস্যরা এবং ছাত্রছাত্রীরা লাভ করেছিলাম, তিনি আমাদের রাণুদি। জানিয়েছিলাম, রাণুদি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু জানানো হয়নি, তিনি রেখে গেছেন তাঁর সুযোগ্য উত্তরসূরীদের।
রাণুদির পারলৌকিক কাজে (নিয়মভঙ্…
আমাদের সংগঠন স্বপ্নালোকের একনিষ্ঠ সদস্য এবং সহ-সভাপতি শ্রীমতী শিখা বিশ্বাস ,যিনি আমাদের কাছে রাণুদি নামে পরিচিত ও ভালোবাসার জন, গত ৩০শে মে বুধবার আমাদের থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। সংগঠনের শিশুদের কাছে তিনি ছিলেন আদরের রাণুদিদা। আমরা বড়রাও তাঁর থেকে অফুরন্ত ভালোবাসা ও স্নেহ লাভ করেছি। আমাদের মনে তাঁর স্মৃতি অক্ষয় হয়ে থাকবে চিরকাল। নিজের হাজার-ও শারীরিক সমস্যার মধ্যেও রাণুদি সদাসর্বদা দুঃস্থ শিশুদের জন্য চিন্তিত থেকেছেন এবং নিজের কষ্ট উপেক্ষা করে দরিদ্র মানুষদের মঙ্গল হেতু বিপুল কর্মযজ্ঞে আত্মনিয়োগ করেছেন। তাঁর সক্রিয় প্রচেষ্টায় সংগঠনের ছাত্রীরা নৃত্য শিক্ষা লাভ করতে পারছে। কর্মমুখর, সবার শ্রদ্ধেয় রাণুদির পরলোক গমনে আজ আমরা তাঁর অসীম স্নেহ থেকে বঞ্চিত হলাম।
রাণুদির শোকার্ত পরিবারের পাশে আছি আমরা সবাই। রাণুদির আরব্ধ কাজ আমরা প্রাণপণে করে যাব এই প্রতিজ্ঞা করলাম।
স্বপ্নালোকের সাথে রানুদির কয়েকটি মুহূর্ত তুলে ধরলাম |
Very urgent: For the students of Swapnaloke, we need White long exercise books 200 pcs & White small exercise books 100 pcs. Can anybody help?
Children’s Day Celebration
Glimpses of the Children’s Day Celebration for this year. Students of Swapnaloke received a Thali as a special gift along with snacks & sweets. Our gift is their cheers & joy. Hope every members & well-wishers bless them all to grown up & stand beside others. Please share your views & feedback.
Pujo Parikrama 2017 (Part-1)
On Mahasaptami, our enrolled students from Iswarchandra Vidyasagar Educational Help Project, had their 9th Pujo Parikrama. As usual…
Pujo Parikrama 2017 (Part-2)
On Mahasaptami, our enrolled students from Iswarchandra Vidyasagar Educational Help Project, had their 9th Pujo Parikrama. As usual they are wearing colorful new cloths (are distributed by Swapnaloke), got special breakfast with Radhaballavi with Aloor Dum & have special lunch with Chicken Biriyani & Ice-cream. See the cheers & joy on their face. Like colorful butterflies they hopped puja mandap around the North Kolkata.
Please share your views, suggestions & feedback. To support this initiative contact us.
Pujo Parikrama 2017 (Part-1)
On Mahasaptami, our enrolled students from Iswarchandra Vidyasagar Educational Help Project, had their 9th Pujo Parikrama. As usual they are wearing colorful new cloths (are distributed by Swapnaloke), got special breakfast with Radhaballavi with Aloor Dum & have special lunch with Chicken Biriyani & Ice-cream. See the cheers & joy on their face. Like colorful butterflies they hopped puja mandap around the North Kolkata.
Please share your views, suggestions & feedback. To support this initiative contact us.
Swapnaloke’s banner for Pujo Parikrama.