২০১৫ সালে রেল লাইনের ধারে থাকা ১৩-১৫ বছরের কয়েকজন কিশোর-কিশোরী, স্বাধীনতা দিবস উপলক্ষে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর স্মরণে মূকাভিনয় সহযোগে এক নাট্যরূপ তুলে ধরার প্রয়াস করেছিল। তাদের তৎকালীন স্থান-কাল বিচার করে সবার কাছে তাদের প্রচেষ্টা দেখার অনুরোধ রাখছি। আমি ভিডিওটা ২০১৮ সালে ইউটিউবে দিয়েছিলাম প্রচার বিহীনভাবে। আজ শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। তাঁকে স্মরণ করার জন্য এবং ভুল ত্রুটি থাকলেও যে শিল্প ভাবনা রেল লাইনের ধারে বসবাসকারী তৎকালীন কিশোর-কিশোরীরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল, তাকে সম্মান জানাতে এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো। এবং তার সাথে লাইক শেয়ার করলে সমাজের পিছিয়ে থাকা আরও এমন বহু শিশু-কিশোর-কিশোরীদের প্রতিভা আমরা বহু মানুষের সামনে তুলে ধরতে পারবো।